বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪২

রাশিয়া-ইউক্রেন চুক্তির খুব কাছাকাছি: ট্রাম্প

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, রাশিয়া এবং ইউক্রেন একটি যুদ্ধবিরতি চুক্তি সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি উভয় পক্ষকে বৈঠক করে এটি চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন।

রোম থেকে এএফপি এ খবর জানায়।

এ বিষয়ে ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের সাথে আলোচনা করার জন্য আজ বেশ ‘ভালো একটি দিন’। তারা একটি চুক্তির খুব কাছাকাছি। তিনি রাশিয়া ও ইউক্রেনকে ‘খুবই উচ্চপর্যায়ের’ বৈঠক করার এবং ‘চুক্তি সই করার’ তাগিদ দিয়েছেন। ‘ ট্রাম্প রোমে পৌঁছানোর পরপরই তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে এসব কথা বলেন।

তিনি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন।