বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৪৬

পোপের শেষকৃত্যে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের উপস্থিতি 

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইতালির পুলিশ শনিবার জানিয়েছে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে সেন্ট পিটার্স স্কয়ার ও আশেপাশের রাস্তায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ জড়ো হয়েছে। বিশিষ্ট ব্যক্তিরাও তাদের আসন গ্রহণ করতে শুরু করেছেন। 

রোম থেকে এএফপি এ খবর জানায়।

পুলিশ জানায়, শেষকৃত্য অনুষ্ঠান শুরুর প্রায় এক ঘন্টা আগে, ৪০ হাজার লোকের ধারণক্ষমতা সম্পন্ন সেন্ট পিটার্স স্কয়ার প্রায় পরিপূর্ণ হয়ে উঠেছে। ভ্যাটিকান ও আশেপাশের রাস্তাগুলোয় ইতোমধ্যেই আনুমানিক এক লাখ মানুষের উপস্থিত হয়েছে।