শিরোনাম
ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : হামাসের একজন কর্মকর্তা শনিবার জানিয়েছেন, হামাস গাজা যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তির চেষ্টা করছে। চুক্তিটিতে বাকি সকল জিম্মিদের একসঙ্গে মুক্তি ও পাঁচ বছরের যুদ্ধবিরতি অন্তর্ভূক্ত রয়েছে।
কায়রো থেকে এএফপি এ খবর জানায়।
‘হামাস একসঙ্গে সকল বন্দী বিনিময় ও পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে’ উল্লেখ করে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপিকে বলেন, হামাসের একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় কায়রোয় মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত রয়েছে।