বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ১৮:৪১

ইরানের বন্দরে বিস্ফোরণে ৪০০-এর বেশি আহত

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : শনিবার দক্ষিণ ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে ৪০০ ছাড়িয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

তেহরান থেকে এএফপি জানায়, দক্ষিণের হরমুজগান প্রদেশে অবস্থিত শহিদ রাজাঈ বন্দরে এ ঘটনা ঘটে।

জরুরি সেবা বিভাগের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘৪০৬ জন আহত হয়েছে এবং শত শত আহত ব্যক্তিকে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।’