শিরোনাম
ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের পর শনিবার রোম ত্যাগ করেছেন।
এর আগে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। রোম থেকে এএফপির একজন প্রতিবেদক এ কথা জানান।
হোয়াইট হাউসে তুমুল বাক-বিতণ্ডার পর সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এবারই প্রথম তাদের মুখোমুখি সাক্ষাৎ হলো।
গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ না করার অভিযোগে জেলেনস্কিকে তীব্র ভর্ৎসনা করেন। সেই ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্কে দৃশ্যমান টানাপোড়েন শুরু হয়।
ট্রাম্প প্রকাশ্যে রাশিয়ার হামলা বন্ধের আহ্বান জানালেও সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ অব্যাহত থাকার জন্য জেলেনস্কিকেই দায়ী করেছেন। একই সঙ্গে তিনি ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো আপোষমূলক প্রস্তাব মেনে নিতে ইউক্রেনের প্রতি চাপ সৃষ্টি করছেন।