বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ২২:৪৫

‘পূর্বশর্ত ছাড়াই’ ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন: ক্রেমলিন

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইউক্রেনের সঙ্গে ‘পূর্বশর্ত ছাড়াই’ শান্তি আলোচনা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। শুক্রবার যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটি জানিয়েছেন বলে শনিবার জানিয়েছে ক্রেমলিন।

মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘গতকালের (শুক্রবারের) আলোচনায় ট্রাম্পের দূত উইটকফের সঙ্গে বৈঠকে ভ্লাদিমির পুতিন আবারও পুনর্ব্যক্ত করেছেন যে, রাশিয়া কোনো পূর্বশর্ত ছাড়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।’ তিনি জানান, এর আগেও পুতিন একাধিকবার এই অবস্থান প্রকাশ করেছেন।

তবে ইউক্রেন প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট নিয়মিতই কিছু দাবিদাওয়া তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে- মস্কো যেসব ইউক্রেনীয় অঞ্চলের দখল নেওয়ার দাবি করেছে সেগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখা, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ ত্যাগ এবং ইউক্রেনের সামরিক শক্তি হ্রাস।

বিস্তৃত পরিসরে, পুতিন এই সংঘাতকে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর পরিচালিত ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে দেখেন এবং ইউরোপের নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের কথা বলেন, বিশেষ করে রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটো বাহিনীর অবস্থান প্রসঙ্গে।

শুক্রবার মস্কোয় পুতিন ও উইটকফের মধ্যে তিন ঘণ্টাব্যাপী বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের সম্ভাবনা নিয়ে কথা হয়। ক্রেমলিনের এক উপদেষ্টা এই বৈঠককে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি কোনো শান্তি আলোচনা হয়নি। এ সংঘাতে পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়েছে এবং কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।