বাসস
  ২৭ এপ্রিল ২০২৫, ১২:০৬

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পর দৃষ্টি এখন গোপন বৈঠক ‘কনক্লেভ’-এর দিকে

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করার পর এখন সকলের দৃষ্টি নিবদ্ধ হয়েছে ‘কার্ডিনালদের গোপন বৈঠক কনক্লেভ’-এর দিকে, যা কয়েক দিনের মধ্যে শুরু হয়ে নতুন ক্যাথলিক প্রধান নির্বাচিত করবে।

ভ্যাটিকানে থেকে এএফপি জানায়, বিশ্বনেতা ও রাজাদের পাশাপাশি আনুমানিক ৪ লাখ মানুষ শনিবার ভ্যাটিকানে আর্জেন্টাইন পোপের অন্ত্যেষ্টিক্রিয়া ও রোমে তাঁর সমাহিত করার অনুষ্ঠানে অংশ নেয়।

এই বিশাল জনসমাগম শক্তিশালী সংস্কারক এবং দরিদ্র ও দুর্বল মানুষের অকৃত্রিম সমর্থক পোপ ফ্রান্সিসের জনপ্রিয়তার সাক্ষ্য বহন করে। ,

সোমবার ৮৮ বছর বয়সে প্রয়াত হওয়া এই পোপের শোকাহত অনেকেই তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

'তিনি গির্জাকে আরও সাধারণ ও মানবিক করে তুলেছিলেন,' বলছিলেন ইতালিতে বসবাসরত আর্জেন্টাইন অনুবাদক রোমিনা কাচ্চিয়াতোরে (৪৮)। 'আমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি।'

সোমবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) কার্ডিনালরা পঞ্চম সাধারণ বৈঠকে মিলিত হবেন, যেখানে কনক্লেভের তারিখ ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

ভ্যাটিকানের সিসটাইন চ্যাপেলে বন্ধ দরজার আড়ালে এই নির্বাচন অনুষ্ঠিত হবে—যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ববাসীর কৌতূহলের বিষয় হয়ে আছে।

কার্ডিনাল-নির্বাচকরা প্রতিদিন চারবার ভোট দেবেন, যতক্ষণ না কোনো প্রার্থী দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। ফলাফল জানাতে নির্ধারিত কাগজ পুড়িয়ে ধোঁয়া ছড়িয়ে দেওয়া হবে—সাদা ধোঁয়া মানেই নতুন পোপ নির্বাচিত।

লুক্সেমবার্গের কার্ডিনাল জ্যাঁ-ক্লদ হোলেরিশ গত সপ্তাহে বলেছিলেন, ৫ বা ৬ মে কনক্লেভ হতে পারে—পোপের মৃত্যুর পর নির্ধারিত নয় দিনের শোকানুষ্ঠান শেষ হওয়ার পরই (৪ মে)।

জার্মান কার্ডিনাল রাইনহার্ড মার্ক্স শনিবার বলেন, কনক্লেভ ‘কয়েকদিনের মধ্যেই’ শেষ হবে।

- একটি ছাপ রেখে গেলেন -

উজ্জ্বল বসন্তের রোদে সেন্ট পিটার্স স্কয়ারে ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়—যেখানে গাম্ভীর্যপূর্ণ আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই প্রথম লাতিন আমেরিকান পোপের জন্য আবেগের উচ্ছ্বাস দেখা যায়।

রোববার আরও বেশি জনসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে, যখন মানুষ ভ্যাটিকানের বাইরে তাঁর প্রিয় গির্জা রোমের সান্তা মারিয়া ম্যাজিওরে-তে তাঁর সাধারণ মার্বেল সমাধি দর্শনে যাবে।

ফ্রান্সিস সেখানে সমাধিস্থ হয়েছেন, যা এক শতাব্দীরও বেশি সময় পরে কোনো পোপের জন্য ভ্যাটিকানের বাইরে সমাধিস্থ করার ঘটনা।

ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় দেওয়া ধর্মোপদেশে কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে এই যাজকের (জেসুইট) শরণার্থীদের পক্ষে অবস্থান, শান্তির জন্য অনবরত আহ্বান এবং ‘সবার জন্য গির্জা’ হওয়ার বিশ্বাসের কথা তুলে ধরেন।

শোকাহত অনেকেই আশাবাদ প্রকাশ করেছেন যে পরবর্তী পোপ ফ্রান্সিসের আদর্শ অনুসরণ করবেন, বিশেষ করে বৈশ্বিক সংঘাত ও ডানপন্থী জনতাবাদ বৃদ্ধির এই আমরা উদ্বিগ্ন; আশা করি, নতুন পোপ ফ্রান্সিসের স্থাপিত ভিত্তিকে এগিয়ে নিয়ে যাবেন,” বলেন গুয়াতেমালার ৭৪ বছর বয়সী এভেলিন ভিলালতা।

:তিনি আমাদের প্রজন্মের জন্য একটি ছাপ রেখে গেছেন,' যোগ করেন ২১ বছর বয়সী ফরাসি শিক্ষার্থী মেরিন দ্য পার্সেভো, যিনি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন।

মার্ক্স বলেন, পরবর্তী পোপ নিয়ে আলোচনা উন্মুক্ত। তিনি বলেন, 'এটা রক্ষণশীল বা প্রগতিশীল হওয়ার প্রশ্ন নয়... নতুন পোপের থাকতে হবে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি।'

- নিজেদের জন্য প্রার্থনা -

কার্ডিনালদের মধ্যে ২৫২ জনের মধ্যে ২২০ জন শনিবারের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন এবং তাঁরা রোববার বিকেলেও সান্তা মারিয়া ম্যাজিওরে গির্জায় ফ্রান্সিসের সমাধিতে শ্রদ্ধা জানাতে জমায়েত হবেন।

রোববার সকাল ১০:৩০টায় (বাংলাদেশ সময় দুপুর ৪:৩০টা) সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে, যা পরিচালনা করবেন কার্ডিনাল পিয়েত্রো পারোলিন, যিনি ফ্রান্সিসের আমলে পররাষ্ট্র সচিব ছিলেন এবং সম্ভাব্য নতুন পোপ প্রার্থীদের অন্যতম।

শুধুমাত্র ৮০ বছরের কম বয়সী কার্ডিনালরাই কনক্লেভে ভোট দিতে পারবেন। বর্তমানে ১৩৫ জন এই যোগ্যতার অধিকারী—যাদের অধিকাংশকেই ফ্রান্সিস নিজে নিয়োগ দিয়েছিলেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি ধরে নেওয়া উচিত নয় যে তারা ফ্রান্সিসের মতো কাউকেই নির্বাচিত করবেন।

ফ্রান্সিস, বুয়েনস আইরেসের প্রাক্তন আর্চবিশপ, তাঁর জনতার সঙ্গে মিশে থাকার ভালোবাসায় ছিলেন স্বতন্ত্র। তাঁর পূর্বসূরি জার্মান ধর্মতাত্ত্বিক ষোড়শ বেনেডিক্টের তুলনায়, যিনি বইপত্রের মাঝে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, শিশুদের চুম্বন করার মতো জনসংযোগমুখী ছিলেন না।

বেনেডিক্ট আবার তাঁর পোলিশ পূর্বসূরি, ক্যারিশমাটিক, ক্রীড়াপ্রেমী এবং জনপ্রিয় দ্বিতীয় জন পলের তুলনায় ভিন্ন ছিলেন।

ফ্রান্সিসের আনা পরিবর্তন বহু রক্ষণশীল ক্যাথলিকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল, যারা আশা করছেন পরবর্তী পোপ আবার মতবাদের প্রতি জোর দেবেন।

অনেক কার্ডিনাল স্বীকার করেছেন, নতুন পোপ নির্বাচন করার দায়িত্ব তাঁদের কাঁধে থাকা এক বিশাল ভার।

'আমরা নিজেদের খুব ছোট মনে করি,' গত সপ্তাহে বলেছিলেন হোলেরিশ। 'আমাদের পুরো গির্জার জন্য সিদ্ধান্ত নিতে হবে, তাই নিজেদের জন্যও প্রার্থনা করতে হবে।'