শিরোনাম
ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : বেইজিং সোমবার নিশ্চিত করেছে যে, প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্প্রতি 'কোনো ফোনালাপ' হয়নি', যদিও ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি চীনের নেতার সঙ্গে কথা বলেছেন।
চীনা পণ্যের ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি তাদের মধ্যে একটি বর্ধমান পাল্টা-পাল্টি বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, যা অনেক পণ্যে ১৪৫ শতাংশে পৌঁছেছে।
২২ এপ্রিল টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন যে চীনা নেতা শি তাকে ফোন করেছেন। তবে বেইজিং তার এই দাবি নাকচ করে দিয়ে দুই দেশের মধ্যে তাদের তিক্ত বাণিজ্য বিরোধ নিয়ে কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ফোনালাপটি কবে হয়েছে বা কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছুই উল্লেখ করেননি।
বেইজিং থেকে এএফপি জানায়, সোমবার এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, 'আমি যতটুকু জানি, সম্প্রতি দুই প্রেসিডেন্টের মধ্যে কোনো ফোনালাপ হয়নি।'
তিনি আরও বলেন, 'চীন ও যুক্তরাষ্ট্র ট্যারিফ বিষয়ক কোনো শলা-পরামর্শ বা আলাপ-আলোচনাও চালাচ্ছে না।'