শিরোনাম
ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : রক্ষণশীল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানি (সিডিইউ)-এর একজন অভিজ্ঞ ইউক্রেনপন্থী রাজনীতিবিদ জোহান ওয়াডেফুল জার্মানির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন। দলটি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বার্লিন থেকে এএফপি জানায়, ৬২ বছর বয়সী ওয়াডেফুল দীর্ঘদিন ধরেই নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের ঘনিষ্ঠ সহযোগী ও তার পররাষ্ট্রনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ উপদেষ্টা।
তিনি ইউক্রেনকে আরো অস্ত্র প্রদানের জন্য চাপ দেওয়ার কারণে পরিচিত।
ক্রিস্টিয়ান ডিমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানি/ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) জোট ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়লাভের পর মধ্য-বামপন্থি দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব জার্মানি (এসপিডি)-এর সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। ৬ মে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবে।
কোন দল কোন মন্ত্রিত্ব নেবে, তা নিয়ে রক্ষণশীল দল দুটি’র সঙ্গে ইতোমধ্যে একমত হয়েছে মধ্য-বামপন্থি দল এসপিডি।
সিডিইউ/সিএসইউ তাদের মধ্যে ১০টি পদ দখলে রাখবে ও এসপিডি পাবে সাতটি পদ।