বাসস
  ২৮ এপ্রিল ২০২৫, ২০:০০

প্যারিসে ২০১৬ সালে কিম কার্দাশিয়ানকে ডাকাতির বিচার শুরু

কিম কার্দাশিয়ান। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): ২০১৬ সালে মার্কিন সেলিব্রিটি কিম কার্দাশিয়ানের কাছ থেকে প্রায় ১০ মিলিয়ন ডলারের সোনার গয়না ডাকাতির ঘটনার বিচার সোমবার প্যারিসে শুরু হয়েছে।

প্যারিস থেকে এএফপি জানায়, এখন ৪৪ বছর বয়সী কার্দাশিয়ান ডাকাতির কয়েক ঘণ্টা পর প্যারিস ছাড়েন এবং মানসিকভাবে ট্রমায় ছিলেন। আগামী ১৩ মে তিনি আদালতে সাক্ষ্য দেবেন।

বিচারের জন্য যে ১০ জন অভিযুক্ত হয়েছে, তারা মূলত ৬০-৭০ বছর বয়সী পুরুষ। এদের পূর্বের অপরাধের রেকর্ড এবং ‘ওল্ড ওমর’ ও ‘ব্লু আইজ’-এর মত আন্ডারওয়ার্ল্ডের ছদ্মনাম ধারণ ১৯৬০-৭০ দশকের পুরোনো ফরাসি সন্ত্রাসীদের কথা মনে করিয়ে দেয়।

২০১৬ সালের ২-৩ অক্টোবর রাতে তখন ৩৫ বছর বয়সী কার্দাশিয়ানকে বন্দুকের মুখে হুমকি দিয়ে বেঁধে ফেলা হয় এবং তার মুখ চেপে টেপ লাগানো হয়। এই ডাকাতি ছিল গত ২০ বছরের মধ্যে ফ্রান্সের সবচেয়ে বড় ডাকাতি। 

স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে বিচার শুরু হয়।

চুরি করা সোনা উদ্ধার হয়নি

সেলিব্রিটি কার্দাশিয়ান প্যারিস ফ্যাশন সপ্তাহে থাকাকালীন কেন্দ্রীয় প্যারিসের একটি এক্সক্লুসিভ হোটেলে অবস্থান করছিলেন। দুই অস্ত্রধারী ও মুখোশ পরা ডাকাত রাত ৩টার দিকে তার রুমে প্রবেশ করে।

তারা তার এখনকার সাবেক স্বামী, মার্কিন র‌্যাপার কাইনি ওয়েস্টের কাছ থেকে পাওয়া ডায়মন্ডের এনগেজমেন্ট রিং  বের করে দেওয়ার দাবি জানায়।

কার্দাশিয়ান তার সোশ্যাল মিডিয়াতে রিংটি প্রদর্শন করেছিলেন, যার মূল্য ছিল ৪ মিলিয়ন ডলার বা ৩.৫ মিলিয়ন ইউরো। ডাকাতরা রিংসহ ১০ মিলিয়ন ডলার মূল্যের গয়না নিয়ে পালিয়ে যায়।

এখন পর্যন্ত একমাত্র যা উদ্ধার হয়েছে তা হলো একটি ডায়মন্ড নেকলেস। এটি ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় ফেলে দিয়েছিল।

ডাকাতির পুরো ঘটনাটি মাত্র ১০ মিনিট স্থায়ী হয়। পরে বডিগার্ড এসে কার্দাশিয়ানকে উদ্ধার করেন।

তিন মাস পর অভিযুক্তরা ডিএনএ প্রমাণের মাধ্যমে গ্রেপ্তার হন।

তবে তদন্তকারীরা বিশ্বাস করেন যে চুরি-যাওয়া সোনা গলিয়ে ফেলা হয়েছে এবং বেশিরভাগ গয়না বেলজিয়ামে বিক্রি হয়েছে।

‘সহজ’ ডাকাতি

১২ জন অভিযুক্তের মধ্যে এখন ১০ জন বিচারাধীন। একজন মার্চে মারা গেছেন এবং স্বাস্থ্যগত কারণে অন্যজনের আলাদাভাবে বিচার হবে।

‘ওল্ড ওমর’ হিসেবে পরিচিত ৬৮ বছর বয়সী মূল অভিযুক্ত আওমার আইট খেদাচে দাবি করেন যে এটি ‘বড় ডাকাতি ছিল না’ বরং ‘সহজ’ ডাকাতি ছিল।

তিনি কার্দাশিয়ানকে বেঁধে ফেলার কথা স্বীকার করেছেন। তবে তদন্তকারীদের দাবি অনুযায়ী মূল পরিকল্পনাকারী থাকার কথা অস্বীকার করেন।

তার আইনজীবী জানিয়েছে, খেদাচে বর্তমানে গুরুতর শ্রবণ ও ভাষার সমস্যা ভুগছেন এবং তিনি কেবল লিখিতভাবে নিজের ভাবনা প্রকাশ করতে পারেন।

অভিযোগ রয়েছে, অন্য প্রধান অভিযুক্ত ৬৯ বছর বয়সী ‘ব্লু আইজ’ নামে পরিচিত ডিডিয়ে ডুব্রোক কার্দাশিয়ানের রুমে প্রবেশ করার অভিযোগ অস্বীকার করেছেন।

৭১ বছর বয়সী ইউনিস আব্বাস ওইসময় লবিতে অবস্থান করছিলেন। এসময় অন্য দুই জন কার্দাশিয়ানের রুমে প্রবেশ করেছিলেন।

তিনি ‘আই কিডন্যাপড কিম কার্দাশিয়ান’ নামে একটি বই লেখার মাধ্যমে এই অপরাধ থেকে ফায়দা লোটার চেষ্টা করেছিলেন।

মামলায় প্যারিসে কার্দাশিয়ানের দীর্ঘদিনের ড্রাইভারের ভাই গ্যারি মাদার ও অন্যরা সহায়তা প্রদানকারী এবং তথ্যদাতা হিসেবে অভিযুক্ত হয়েছেন। 

তিনি কার্দাশিয়ানের গতিবিধি সম্পর্কে তথ্য সরবরাহ করার অভিযোগে অভিযুক্ত, যা তিনি অস্বীকার করেন।

বিচার ২৩ মে পর্যন্ত চলবে।