শিরোনাম
ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : মধ্য তিউনিসিয়ার স্ফ্যাক্স উপকূলে নৌকা ডুবে বিভিন্ন দেশের আট অভিবাসীর মৃত্যু হয়েছে এবং আরও ২৯ জনকে উদ্ধার করা হয়েছে।
তিউনিসিয়ান ন্যাশনাল গার্ডের মুখপাত্র হাউসেম এডাইন জেবাবলি সোমবার এএফপিকে জানান, অভিবাসীরা ‘সবাই বিদেশি’। এদের মধ্যে কয়েকজন সাব-সাহারান আফ্রিকান এবং অন্যরা বিভিন্ন দেশের নাগরিক।
তিউনিসিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে এই জাহাজডুবির ঘটনা ঘটে।
প্রতি বছর সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর জন্য হাজার হাজার সাব-সাহারান অভিবাসীর জন্য তিউনিসিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ। এখান থেকে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপ মাত্র ১৫০ কিলোমিটার (৯০ মাইল) দূরে।
এই মাসের শুরুতে কর্তৃপক্ষ স্ফ্যাক্সের কাছে হাজার হাজার মূলত সাব-সাহারান আফ্রিকান অভিবাসীর অস্থায়ী আবাস্থল ভেঙে ফেলা শুরু করেছে।
অভিবাসী আগমন রোধে ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান প্রচেষ্টার কারণে অনেক অনিয়মিত অভিবাসী তিউনিসিয়ায় আটকা পড়ে আছেন।
২০২৩ সালে তিউনিসিয়া ইইউর সঙ্গে ২৫৫ মিলিয়ন ইউরো (২৯০ মিলিয়ন ডলার) চুক্তি স্বাক্ষর করে, যার প্রায় অর্ধেক অনিয়মিত অভিবাসন মোকাবেলার জন্য বরাদ্দ করা হয়েছিল।
ইতালির কট্টর-ডানপন্থী সরকার কর্তৃক দৃঢ়ভাবে সমর্থিত এই চুক্তির লক্ষ্য ছিল তিউনিসিয়ার উপকূল ছেড়ে যাওয়া নৌকা রোধ করার সক্ষমতা জোরদার।
ইইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটের জন্য গত বছর সেপ্টেম্বর পর্যন্ত অনিয়মিত সীমান্ত ক্রসিং ৬৪ শতাংশ কমেছে।
তিউনিসিয়া প্রেসিডেন্ট কাইস সাইয়েদ গত মাসে আন্তর্জাতিক অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-কে অনিয়মিত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবর্তন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন।