বাসস
  ২৯ এপ্রিল ২০২৫, ১৩:৩৫

বন্দর বিস্ফোরণের জন্য দায়ী 'গাফিলতি' : ইরানের মন্ত্রী

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার দেশের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে এক বিশাল বিস্ফোরণের জন্য 'গাফিলতি'কে দায়ী করেছেন, যেখানে দুই দিন পরেও অগ্নিনির্বাপক কর্মীরা আগুনের সাথে লড়াই করছেন। তেহরান  থেকে এএফপি এ খবর জানায়।

শনিবার ইরানের দক্ষিণে শহীদ রাজাই বন্দরে, কৌশলগত হরমুজ প্রণালীর কাছে এই বিস্ফোরণ ঘটে। বিশ্বব্যাপী উৎপাদিত তেলের এক-পঞ্চমাংশ জলপথটি দিয়ে যায়।

বন্দরটির অবস্থান হরমুজগান প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মেহরদাদ হাসানজাদে রাষ্ট্রীয় টিভিকে জানান, দুর্ভাগ্যজনক এ ঘটনায় নিহতের সংখ্যা ৭০ জনে পৌঁছেছে। অগ্নিনির্বাপণ প্রচেষ্টা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

কর্মকর্তারা জানান, সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। হাসানজাদেহ উল্লেখ করেছেন, ইতোমধ্যে বেশির লোককে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার, স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, অপরাধীদের চিহ্নিত করে তাদের তলব করা হয়েছে। ‘নিরাপত্তা সতর্কতা না মানা, অবহেলা ও ত্রুটিবিচ্যুতির কারণে বিস্ফোরণটি ঘটেছে’ বলে উল্লেখ করেন তিনি।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানকারী কমিটিও একই রকম মন্তব্য করেছে।

বিস্ফোরণের কয়েক ঘন্টা ধরে এলাকায় থাকা মোমেনি বলেন, তদন্ত অব্যাহত রয়েছে।

রাষ্ট্রীয় টিভি সোমবার অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভানোর ছবি দেখিয়েছে এবং বলেছে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার পরে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হবে।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বন্দরের কাস্টমস অফিস জানিয়েছে, এটি সম্ভবত বিপজ্জনক ও রাসায়নিক পদার্থ সংরক্ষণাগারে আগুন লাগার ফলে ঘটেছে।

রোববার  প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিকটবর্তী বন্দর নগরী আব্বাসে আহতদের চিকিৎসার জন্য ব্যবহৃত হাসপাতালগুলো পরিদর্শন করেন।

বিস্ফোরণের পর থেকে, কর্তৃপক্ষ এলাকার সমস্ত স্কুল ও অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের বাইরে না যাওয়ার এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে।