শিরোনাম
ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ব্রিটিশ নেতা কেয়ার স্টারমার মঙ্গলবার কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
লন্ডন থেকে এএফপি এ খবর জানায়।
স্টারমার এক বিবৃতিতে মার্ক কার্নিকে উদ্দেশ করে বলেন, নির্বাচনী জয়ের জন্য আপনাকে অভিনন্দন। যুক্তরাজ্য ও কানাডা সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, অংশীদার ও বন্ধু।’
তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যকার এ অংশীদারিত্ব অভিন্ন ইতিহাস ও মূল্যবোধের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমি আমাদের সম্পর্ক আরও জোরদার করার জন্য উন্মুখ।’