বাসস
  ২৯ এপ্রিল ২০২৫, ১৬:১৬

দামেস্কের কাছে ‘সশস্ত্র হামলার’ নিন্দা জানিয়েছেন সিরিয়ার দ্রুজ নেতারা

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিরিয়ার দ্রুজ নেতারা মঙ্গলবার দামেস্কের শহরতলি জারামানাতে রাতে একটি ‘অন্যায় সশস্ত্র হামলার’ নিন্দা জানিয়েছেন। 

এক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে চারজন দ্রুজ যোদ্ধা নিহত হয়েছেন।

দামেস্ক থেকে এএফপি জানায়, জারামানার দ্রুজ ধর্মীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ও আতঙ্কজনক এই ‘অন্যায় সশস্ত্র হামলার’ নিন্দা জানিয়েছে। 

তিনি আরও বলেন, ‘এই ঘটনার জন্য ও সংকটের আরো যে কোনো অবনতির জন্য সিরিয়ার কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়ী থাকবে।’