শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইউক্রেনের দিনিপ্রো ও খারকিভ নগরীতে রাতে রাশিয়ার হামলায় কমপক্ষে একজন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ বুধবার ভোরে এ তথ্য জানায়।
কিয়েভ থেকে এএফপি জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ৮-১০ মে পর্যন্ত রাশিয়ান বাহিনী যুদ্ধবিরতি পালন করবে বলে ঘোষণা করার পর এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে ‘কারসাজি’ বলে অভিহিত করেছেন।
দিনিপ্রো পেট্রোভস্কের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর সের্গেই লিসাক বলেছেন, দিনিপ্রোতে এক ব্যাপক ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। নগরীর মেয়র বরিস ফিলাটভও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে দিনিপ্রো দীর্ঘদিন ধরে রাশিয়ার ভয়াবহ আক্রমণ থেকে নিরাপদে থেকেছে। তবে রাশিয়ান বাহিনী আঞ্চলিক দখলের চেষ্টা করায় ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হয়েছে। মঙ্গলবার এই অঞ্চল থেকে কিছু লোককে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেন, রাশিয়ান সীমান্তবর্তী নগরীটিতে ১৬টি হামলার খবর পাওয়া গেছে। এসব হামলায় ৩৯ জন আহত হয়েছেন।
রাশিয়ার সীমান্তেবর্তী কুরস্ক অঞ্চলের অন্তর্বর্তীকালীন গভর্নর আলেকজান্ডার খিনশটাইন টেলিগ্রামে বলেছেন, রিলস্ক নগরীর উপকণ্ঠে একটি ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন, যাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।