বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ১২:২৭

পুতিন ইউক্রেনে শান্তি চান: ট্রাম্প 

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন এখনও ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে চান। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পুতিন শান্তি চান কি কিনা জানতে চাইলে এবিসি টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় পুতিন শান্তি চান।’

শনিবার ট্রাম্প রাশিয়ান নেতা শান্তির বিষয়ে সিরিয়াস কিনা তা নিয়ে প্রশ্ন তোলার পর এই বিবৃতি দেন। 

শনিবার ট্রাম্প রুশ নেতা শান্তির ব্যাপারে সিরিয়াস কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন, রোমে পোপের শেষকৃত্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক নাটকীয় বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প শনিবার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে পুতিনের বেসামরিক এলাকা, শহর ও জনপদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনও কারণ ছিল না’। ‘এটা আমার মনে হয়, হয়তো তিনি যুদ্ধ বন্ধ করতে চান না, তিনি কেবল আমাকেই ঠকাচ্ছেন।’

মঙ্গলবার সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, পুতিন পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে চান, কিন্তু ‘আমার কারণে, তিনি তা করতে পারছেন না।

তিন বছরের চলমান যুদ্ধে ট্রাম্প যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই এই যুদ্ধের অবসান ঘটাবেন। কিন্তু প্রথম ২৪ ঘন্টার মধ্যে সংঘাত শেষ করার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরন করতে পারেননি ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে যদি দুই দেশ ‘স্পষ্ট প্রস্তাব’ না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র এই মধ্যস্থতা প্রক্রিয়া থেকে সরে আসবে।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর উপলক্ষে আগামী সপ্তাহে মস্কোতে অনুষ্ঠেয় স্মরণ আয়োজনকে ঘিরে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে ইউক্রেন-সমর্থিত যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।