বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৩৬

গুপ্তচর ভিত্তির অভিযোগে একজনকে ফাঁসি দিল ইরান: বিচার বিভাগ

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইরান বুধবার ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ২০২২ সালে বিপ্লবী গার্ডের একজন কর্নেলকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে এক জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিচার বিভাগ বুধবার একথা জানিয়েছে।

বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ইরানের অভ্যন্তরে মোসাদের অভিযানে সহায়তাকারী  ‘একজন উচ্চপদস্থ গুপ্তচর’ মোহসেন ল্যাঙ্গার্নেশিনকে বুধবার সকালে ফাঁসি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২২ সালের মে মাসে বিপ্লবী গার্ড কর্নেল সায়্যাদ খোদাই হত্যাকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে।