কেপটাউন, ৩১ ডিসেম্বর, ২০২১ (বাসস ডেস্ক): আর্চবিশপ ডেসমন্ড টুটুর শেষকৃত্যের প্রাক্কালে শুক্রবার দ্বিতীয় দিনের মতো দক্ষিণ আফ্রিকানরা তাদের শেষ শ্রদ্ধা জানিয়েছে। টুটুর উত্তরসূরি থাবো মাকগোবা কফিনের উপরে জ্বলন্ত ধূপের আধার ঘুড়িয়ে শ্রদ্ধা জানান। পরে, কফিনটিকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে গির্জার ভিতরে নিয়ে যাওয়া হয় যেখানে টুটু এক দশক ধরে ধর্মবাণী প্রচার করেছেন।
মৃতদেহটি সকাল ৮ টা ১০মিনিট (গ্রীনিজ মান সময় ০৬১০টায়) গির্জা প্রাঙ্গনে এসে পৌঁছে। এ সময় টুটুর পরিবারের সদস্যরা গির্জার সামনে একে অপরকে জড়িয়ে ধরে সান্তনা দেয়।
বিশ্বব্যাপী নন্দিত বর্ণবাদ বিরোধী আর্চবিশপ ডেসমন্ড টুটু রোববার ৯০ বছর বয়সে মারা যান। দাহ করার পর টুটুর দেহাবশেষ গির্জার ভিতরে দাফন করা হবে।
গির্জার এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রাচীনতম এই গির্জায় তার কফিনের সামনে সব জাতি ও বয়সের প্রায় ২,০০০ দক্ষিণ আফ্রিকান শ্রদ্ধা নিবেদন করেছেন।
দক্ষিণ আফ্রিকা টুটুর জন্য এক সপ্তাহের শোক পালন করছে এবং জাতীয় পতাকা দেশব্যাপী অর্ধ-নমিত রয়েছে।
তিনি তার স্ত্রী লেয়া, চার সন্তান এবং অনেক নাতি-নাতনি রেখে গেছেন।