মাদ্রিদ (স্পেন), ৩১ ডিসেম্বর, ২০২২ (বাসস ডেস্ক) : চীন থেকে স্প্যানিশ বিমানবন্দরে আগত যাত্রীদের শনিবার থেকে কোভিড পরীক্ষা করা হবে। চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার পর তারা এমন পদক্ষেপ নিচ্ছে। খবর এএফপি’র।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ পদক্ষেপ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। স্পেনের এমন পদক্ষেপের আওতায় চীন থেকে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা এবং কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা দারিয়াস শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনে করোনাভাইরাসের নতুন ধরন দেখা দেওয়ার সম্ভাবনার ব্যাপারে একটি বড় উদ্বেগ রয়েছে যা নিয়ন্ত্রণ করা হয়নি।’
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্পেনের আরোপ করা নতুন নিয়মের আওতায় পড়তে যাওয়া চীনের প্রথম ফ্লাইট শনিবার সন্ধ্যা ৬ টায় মাদ্রিদ বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।