শিরোনাম
বেইজিং, ১৬ জানুয়ারী, ২০২৩ (বাসস ডেস্ক): চীনে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দুই জনের প্রাণহানি হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আারো ৩৪ জন। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, রোববার বিকেলে উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশের পানশান এলাকার একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। খবর এএফপি’র।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিসিটিভি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিসিটিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
সিসিটিভি প্রকাশিত ভিডিও ও ফটোগুলিতে কারখানা থেকে ঘন ধোঁয়ার কুন্ডলী ও অগ্নি শিখা বের হতে এবং প্ল্যান্টের বাইরে হেলমেট পরিহিত একদল দমকলকর্মীকে দেখা গেছে।
সিসিটিভি জানিয়েছে, আগুন নেভানোর জন্য ৩৩০ জনেরও বেশি দমকলকর্মী পাঠানো হয়েছে।
ডিসেম্বরে, উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলে একটি সোনার খনিতে ১৮ জন মানুষ মাটির নিচে আটকা পড়েন।