বাসস
  ১৭ জানুয়ারি ২০২৩, ১১:১৩

জলবায়ু-বান্ধব শহর তৈরিতে ইউরোপে জোট 

দাভোস(সুইজারল্যান্ড), ১৭ জানুয়ারি, ২০২৩(বাসস ডেস্ক): ইউরোপের সংস্কৃতি মন্ত্রীরা আরো টেকসই ও জলবায়ু-বান্ধব ভবন এবং নগর ভূচিত্র তৈরির লক্ষে একটি জোট গঠন করেছেন। 
সোমবার সুইজারল্যান্ড এ কথা জানিয়েছে।  
নবগঠিত জোটের নাম ‘দাভোস বাউকুলচার এলায়েন্স’ উল্লেখ করে সুইস সরকার বলেছে, ভবিষ্যতে উন্নত নকশার শহর, গ্রাম ও ল্যান্ডস্কেপ তৈরিতে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজ একসাথে কাজ করবে। 
সুইস প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট ইউরোপের ৩১ দেশের সংস্কতি মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দাভোসে সোমবার বিশ^ অর্থনৈতিক ফোরামের সম্মেলনের আগে আমন্ত্রিত মন্ত্রীরা দু’দিনের বৈঠকে মিলিত হন। এর পাশাপাশি সুশীল সমাজ ভুক্ত সংস্থা ও বড়ো বড়ো রিয়েল এস্টেট কোম্পানিও এতে অংশ নেয়। তারা পরিকল্পনা ও নির্মাণ চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক নেটওয়াকর্  চালুর বিষয়ে সম্মত হন। 
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ নেটওয়ার্কের লক্ষ্য সকলের সুবিধার জন্যে টেকসই, গুণগত ব্যবস্থাপনা সমন্বিত ভবন, অবকাঠামো, পাবলিক স্পেস ও ল্যান্ডস্কেপ তৈরি করা।’ 
এছাড়া এ জোট গঠনের আরেকটি লক্ষ্য হলো ‘ইউরোপের জন্যে উন্নত মানের বাউকালচার’ সৃষ্টিতে ২০১৮ সালে গৃহীত তথাকথিত দাভোস ঘোষণা বাস্তবায়নে চাপ সৃষ্টি করা।