শিরোনাম
দাভোস(সুইজারল্যান্ড), ১৯ জানুয়ারি, ২০২৩(বাসস ডেস্ক): সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ বৃহস্পতিবার দাভোসে ফিরেছেন। এখানে চলছে বিশ^ অর্থনৈতিক ফোরামের বৈঠক।
জীবাস্ম জ¦ালানি নিয়ে লড়াইকে আরো চাঙ্গা করাই দাভোসে তার ফিরে আসার উদ্দেশ।
এদিকে জামার্নীতে দ’ুদিন আগে তাকে আটক করা হয়েছিল। থুনবার্গ (২০) সেখানে কয়লা খনি সম্প্রসারনের প্রতিবাদ করায় পুলিশ সাময়িকভাবে তাকে গ্রেফতার করে। পরে ছেড়ে দেয়া হয়।
সুইডিশ এই কর্মী ২০২০ সালের জানুয়ারিতে টিনএজারদের একটি ফোরামে অংশ নিয়ে সকলের নজর কাড়েন। সে সময়ে তিনি সতর্ক করে বলেছিলেন, আমাদের বাড়িগুলো এখনও অগ্নিগর্ভ হয়ে আছে।
ওই সময়ে তার দাবি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এছাড়া ওই সময়ে থুনবার্গ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও বিতর্কে জড়িয়ে পড়েন।
এদিকে চলতি সপ্তাহে তিনি এবং সহকর্মী ইকুয়েডরের হেলেনা গুয়ালিঙ্গা, উগান্ডার ভেনেসা নাকাতে এবং জার্মানির লুইসা নিউবাউয়ার একটি অনলাইন পিটিশনে দাবি করে বলেন, জ¦ালানি সংস্থাগুলো যে কোনও নতুন তেল, গ্যাস বা কয়লা উত্তোলন প্রকল্প বন্ধ করবে অথবা সম্ভাব্য আইনি পদক্ষেপের মুখোমুখি হবে।
বুধবার পর্যন্ত এ পিটিশনে আট লাখ ৭০ হাজারেরও বেশি লোক স্বাক্ষর করে।