শিরোনাম
রামাল্লা (ফিলিস্তিন), ১৯ জানুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় জেনিন নগরীর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, জেনিনে ইসরাইলি দখলদার বাহিনীর আগ্রাসন চলাকালে ৫৭ বছর বয়সী জাওয়াদ ফরিদ বাওয়াকনা বুকে গুলির আঘাতে এবং ২৮ বছর বয়সী মোহাম্মাদ বাসেম জাবারিন পেটের উপরের অংশে গুলি লাগায় শহীদ হন।
এ ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।
জাবারিন একজন জঙ্গি ছিলেন বলে ফিলিস্তিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইঙ্গিত দিয়েছে।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, জেনিনের ঘটনায় পশ্চিম তীরে এ মাসে নিহত ফিলিস্তিন নাগরিকের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ালো। এদের মধ্যে বেসামরিক নাগরিক ও জঙ্গি রয়েছে।
এদের অধিকাংশ ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হন। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর তারা পশ্চিম তীর দখল করে নেয়।
২০০৫ সাল থেকে জাতিসংঘ রেকর্ড রাখা শুরু করার পর থেকে পশ্চিম তীরের জন্য ২০২২ সাল ছিল সবচেয়ে ভয়াবহ একটি বছর।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ইসরাইল ও ফিলিস্তিন জুড়ে পাল্টাপাল্টি সহিংসতায় কমপক্ষে ২৬ ইসরাইলি ও ২শ’ ফিলিস্তিনি নাগরিক নিহত হন।
এ সময়ের মধ্যে বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে পশ্চিম তীরে। গাজায় তিন দিনের সংঘাতে ৪৯ জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারান।