শিরোনাম
লস অ্যাঞ্জেলেস, ২১ জানুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রকাশিত তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে চলতি মাসের শেষ সপ্তাহে ২১ জানুয়ারি কোভিড-১৯ সংক্রমণের ৪৯ দশমিক ১ শতাংশ নতুন ওমিক্রন সাবভেরিয়েন্ট এক্সবিবি.১.৫ বলে অনুমান করা হচ্ছে।
সাবভেরিয়েন্ট এক্সবিবি ১.৫ যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়িয়েছে। সিডিসি’র তথ্য অনুসারে এটি ৭ জানুয়ারি সপ্তাহের শেষ দিনে মোট সংক্রমণের হার ছিল ৩৫ দশমিক ৫ শতাংশ। কিন্তু ১৪ জানুয়ারিতে বেড়ে ৩৭ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। খবর সিনহুয়ার।
এক্সবিবি ১.৫ বর্তমানে দেশের সবচেয়ে সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জিনগত বৈশিষ্ট্য এবং প্রাথমিক বৃদ্ধির হারের উপর অনুমানের ভিত্তিতে বোঝা যায় যে, সাবভেরিয়েন্টটি কোভিড-১৯ সংক্রমণকে আরও দ্রুত ছড়িয়ে দিতে পারে।
সিডিসি’র তথ্যে দেখা গেছে, সাম্প্রতিক সপ্তাহে যুক্তরাষ্ট্রে নতুন কোভিড-১৯ সংক্রমণের প্রায় ৪০ শতাংশের জন্য আরও দু’টি প্রভাবশালী ওমিক্রন সাবভেরিয়েন্ট বিকিউ.১ ও বিকিউ.১.১ দায়ী।