শিরোনাম
ইস্তাম্বুল, ২১ জানুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : তুরস্ক সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রীর সফর বাতিল করেছে। আগামী ২৭ জানুয়ারি সুইডিশ মন্ত্রীর তুরস্ক সফরে আসার কথা ছিল।
স্টকহোমে তুরস্ক বিরোধী পরিকল্পিত বিক্ষোভের কারনে এ সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন টার্কিশ প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার।
শনিবার তিনি বলেছেন, এ অবস্থায় সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রী পল জনসনের তুরস্ক সফরের গুরুত¦ হারিয়েছে। সুতরাং আমরা সফরটি বাতিল করেছি।
ন্যাটো সামরিক জোটে সুইডেনের অন্তর্ভূক্তির বিষয়ে আঙ্কারাকে তার আপত্তি থেকে সরানোই ছিল জনসনের তুরস্ক সফরের লক্ষ্য।
সুইডেনে শনিবার তুরস্ক দূতাবাসের সামনে ডানপন্থী চরমপন্থীদের বিক্ষোভের অনুমতি দেয়ায় তুরস্ক ক্ষুব্ধ হয়েছে।