শিরোনাম
মস্কো, ২৭ জানুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক): ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনীয় নেতা বলেছেন, পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসার তার ‘কোন আগ্রহ নেই।’
ইউক্রেনীয় নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অনেক আগেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা জানি জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ভোটারদের কী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেগুলি মনে রাখা বা তাকে নির্বাচিত করা ভোটারদের স্মৃতিকে সতেজ করা কঠিন নয়। তিনি কখনই দনবাস সমস্যার সমাধান করেননি, তিনি মিনস্ক চুক্তিগুলি প্রত্যাখ্যান করেছিলেন। উপরন্তু, দেখা যায় যে, তিনি কখনই সেগুলি বাস্তবায়ন না করে বরং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন।’ পেসকভ আরো বলেন, এসব কারণেই তিনি নিজেই দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্ভাব্য আলোচনা বন্ধ রেখেছেন।
এর আগে বৃহস্পতিবার জেলেনস্কি গ্রেট ব্রিটেনের ‘স্কাই নিউজ টিভি’ চ্যানেলকে জানান, তিনি পুতিনের সাথে শান্তি আলোচনায় আগ্রহী নন। জেলেনস্কি বলেন, পুতিন বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ভেবেছিলেন তার সঙ্গে ‘কেউ নেই।’