বাসস
  ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:১৩

পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ ব্যক্তির বাবা-মাকে বাইডেনের সান্ত্বনা 

ওয়াশিংটন, ২৮ জানুয়ারী, ২০২৩ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার পুলিশ কর্মকর্তাদের নির্মম নির্যাতনে হত্যার শিকার কৃষ্ণাঙ্গ  টায়ার নিকোলসের মা ও সৎ বাবার সাথে কথা বলেছেন। ১০/১৫ মিনিট সময় ধরে তিনি তাদের সাথে কথা বলেন। এ সময় প্রেসিডেন্ট তাদের সান্ত্বনা দেন।
বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি সহিংস বিক্ষোভের সম্ভাবনা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন, তবে নিকোলসের মা রোভন ওয়েলস শান্ত হওয়ার জন্য একটি শক্তিশালী আবেদন করেন। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব খুসি হয়েছি, কারণ  তিনি সহিংস না হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছেন। তিনি অত্যন্ত  জোরালো একটি আবেদন করেছেন।’ বাইডেন বলেন, নিহত ব্যক্তির মা স্পষ্টতই প্রচন্ড বেদনার্ত। তাই তিনি  তাকে সান্ত¦না  দেওয়ার  চেষ্টা করেছেন। তিনি স্বান্তনা সুরে বলেন, ‘এমন সময় আসবে, যখন তার স্মৃতি অশ্রুর আগে হাসি বয়ে আনবে।’ খবর এএফপি’র।
শুক্রবার ওই ঘটনার ভয়ঙ্কর ভিডিও ফুটেজ প্রকাশের পর, সম্ভাব্য হিংসাত্মক বিক্ষোভের আশঙ্কা ছিল। ফুটেজে পাঁচজন পুলিশ কর্মকর্তাকে নিকোলসকে মারাত্মকভাবে মারধর করতে দেখা যায়।  ওই পাঁচ কমকর্তার সবাই  অবশ্য কৃষ্ণাঙ্গই ছিল। প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বাইডেনের শান্ত হওয়ার আবেদন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, হোয়াইট হাউস বিপর্যয়ের জন্য প্রস্তুত ছিল। তিনি বলেন, প্রেসিডেন্টকে  ঘটনাটি ব্রিফ করা হয়, তবে প্রেসিডেন্ট বা হোয়াইট হাউসের অন্য কেউ ভিডিওটি দেখেননি।
মার্কিন গ্রেসিডেন্ট বাইডেন বলেন, ঘটনাটি যেভাবে পরিচালনা করা হয়েছে তা আমেরিকার ভাবমূর্তিতে প্রভাব ফেলবে।