বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৪

উ.কোরিয়া ও ইরানের পরমাণু অস্ত্র তৈরির অধিকার রয়েছে : নিকারাগুয়ার প্রেসিডেন্ট

মানাগুয়া, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা বৃহস্পতিবার পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান ও উত্তর কোরিয়ার অধিকারের প্রতি জোরালো সমর্থন দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদেরকে ঠেকিয়ে রাখার কোন কতৃর্ত্ব দেওয়া হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ানকে স্বাগত জানানোর পর ওর্তেগা এমন মন্তব্য করেন।
ওর্তেগা ইরানের মন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকার সময় বলেন, ‘আমরা পারমাণবিক বোমা ভালবাসি না। তবে ইরান যদি পরমাণু বোমা বানাতে চায় তাহলে সেদেশকে বাধা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা শক্তির কি কর্তৃত্ব আছে?’
তিনি আরো বলেন, একইভাবে যে কোন উপায়ে হোক না কেন উত্তর কোরিয়াও পারমাণবিক বোমা তৈরির সার্বভৌম অধিকার রয়েছে। আর এটা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অনুভব করে।
ওর্তেগা বলেন, ‘কোন দেশের পরমাণবিক অস্ত্র আছে, কোন দেশের কাছে নেই পশ্চিমা শক্তির তা নির্ধারণ করার অধিকার নেই।’
তিনি আরো বলেন, তিনি ব্যক্তিগতভাবে চান ইয়াঙ্কিদের থেকে শুরু করে ‘সমস্ত পারমাণবিক বোমা’ অদৃশ্য হয়ে যাক।
আমির আব্দুল্লাহিয়ান ওর্তেগাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য কেবলমাত্র শান্তিপূর্ণ।