বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৬

ইউএস কার্গো ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ অগ্নিকান্ড 

পূর্ব প্যালেস্টাইন, মার্কিন যুক্তরাষ্ট্র, ৫ ফেব্রুয়ারী, ২০২৩ (বাসস ডেস্ক) : মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে এক ভয়াবহ অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিপজ্জনক রাসায়নিক ভিনাইল ক্লোরাইড গ্যাস নি:সরন হচ্ছে। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি শনিবার এ খবর জানিয়েছে। 
ওহাইও-পেনসিলভানিয়া রাজ্য সীমান্তের কাছে শুক্রবার গভীর রাতে ১৪০-কার  বিশিষ্ট ট্রেনের  প্রায় ৫০টি বগী লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 
নরফোক সাউদার্ন  ট্রেনটি, ইলিনয় অঙ্গরাজ্যের ম্যাডিসন নগরী থেকে পেনসিলভেনিয়ার কনওয়ে শহরে পণ্যবাহী মালামাল নিয়ে যাওয়ার সময় ওহাইও রাজ্যের পূর্ব প্যালেস্টাইন গ্রামে এসে লাইনচ্যুত হয়।
প্রধান  ফেডারেল তদন্তকারী সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি), শনিবার রাতে এক টুইট বার্তায় জানিয়েছে, লাইনচ্যুত হওয়া বগীগুলির মধ্যে ১০টিতে ভিনাইল ক্লোরাইডসহ পাঁচটি বিপজ্জনক উপকরণ ছিল।
ভিনাইল  ক্লোরাইড, একটি বর্ণহীন গ্যাস, ইউএস ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট একে ক্যান্সার সৃষ্টিকারি হিসেবে বিবেচনা করে। ভিনাইল  ক্লোরাইড নদীর গভীরতা নির্নয়ের জন্য ব্যবহৃত সাদা প্লাাস্টিকের পিভিসি পাইপ তৈরির কাজে ব্যবহৃত হয়।
শনিবার পর্যন্ত গাড়িগুলো জ্বলতে থাকলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। দমকলকর্মীরা হ্যাজমাট স্যুট পরে আগুন নিয়ন্ত্রণে আনতে নামেন।
প্রায় ২,০০০ বাসিন্দাকে অর্থাৎ শহরের জনসংখ্যার প্রায় অর্ধেককে কর্তৃপক্ষ বাড়িঘর খালি করার নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা ঘটনাস্থল থেকে এক মাইল ব্যাসার্ধের মধ্যে বসবাসকারীদের চলে  যেতে বলেছেন।