বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৮

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিচ্ছেন কমলা হ্যারিস

ওয়াশিংটন, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই মাসে মিউনিখের বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিবেন। সোমবার তার কার্যালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রেস সেক্রেটারি কিস্টেন অ্যালেনের এক বিবৃতিতে বলা হয়, হ্যারিস আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জার্মানিতে অবস্থান করবেন এবং তার এই সুযোগ বার্ষিক ফোরামে উপস্থিত থাকার ক্ষেত্রে কাজে লাগাবেন। ইউক্রেন যুদ্ধের প্রায় এক বছরের মাথায় ‘ট্রান্সআটলান্টিক ঐক্য এবং সংকল্প’ প্রদর্শনে এ বার্ষিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সম্মেলনের ৫৯তম সংস্করণ আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এতে অংশগ্রহণ করে থাকেন।
হ্যারিস নিজেই সম্মেলনে ভাষণ দিবেন এবং বিদেশি নেতাদের সাথে সাক্ষাত করবেন।
বিবৃতিতে বলা হয়েছে, তার উপস্থিতি বিশ্বে মার্কিন নেতৃত্ব এবং ‘ইউক্রেনকে সমর্থনে আমাদের স্থায়ী প্রতিশ্রুতি প্রদর্শন করবে।’