বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৯

উইকিপিডিয়া খুলে দেয়ার নির্দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

ইসলামাবাদ, ৭ ফেব্রুয়ারী, ২০২৩ (বাসস ডেস্ক) : পাকিস্তানের প্রধানমন্ত্রী  সোমবার  উইকিপিডিয়া আনব্লক করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। অনলাইন এনসাইক্লোপিডিয়ায় ‘অবমাননাকর বিষয়বস্তু’ থাকায় নিষিদ্ধ করার  কয়েকদিন পর সরকার এ ঘোষণা দেয়।
‘ধর্মীয় অবমাননাকর বিষয়বস্তু’ থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে একটি সংবেদনশীল ইস্যু। এর আগে  ‘অবমাননাকর’ বিবেচিত বিষয়বস্তু প্রকাশের জন্য জায়ান্ট স্যোসাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব নিষিদ্ধ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী মারইয়াম আওরঙ্গজেব আদেশের একটি অনুলিপি টুইট করেছেন যাতে বলা হয়েছে, ওয়েবসাইট (উইকিপিডিয়া) অবিলম্বে পুনরুদ্ধার করার নির্দেশ দিতে পেরে প্রধানমন্ত্রী সন্তুষ্ট।
উইকিপিডিয়া পরিচালনাকারী অলাভজনক তহবিল উইকিমিডিয়া ফাউন্ডেশন সোমবার এএফপিকে বলেছে, শিগগিরই পাকিস্তানে ‘অনলাইন ট্রাফিক’ আবার শুরু হবে বলে তারা আশাবাদী।
গত সপ্তাহে, ব্লক করার আগে পিটিএ ওয়েবসাইটটিকে ‘অবমাননাকর’ বিষয়বস্তু অপসারণের জন্য ৪৮ ঘন্টা সময় দেয়।