বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২২

ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অবিচল -বাইডেন

ওয়াশিংটন, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে যতদিন লাগবে ততদিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করবে। খবর এএফপি’র।
ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভাকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, ‘যতদিন সময় লাগবে আমরা ততদিন আপনাদের পাশে থাকবো। ’
তিনি বলেন, আমাদের দেশ শুধু ইউরোপেই নয়, সর্বত্র আরো স্বাধীনতা, আরো মর্যাদা, আরো শান্তির জন্য কাজ করছে। মার্কারোভা কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের স্টেট অব ইউনিয়ন ভাষণে উপস্থিত ছিলেন।