বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪২

সন্দেহভাজন জিহাদি হামলায় নাইজারের ১০ সেনা নিহত

নিয়ামেই, ১২ ফেব্রুয়ারী, ২০২৩ (বাসস ডেস্ক) : মালি সীমান্তবর্তী নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক দল সশস্ত্র সন্ত্রাসী’র অতর্কিত হামলায় কমপক্ষে ১০ সেনা নিহত হয়েছে। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবারের ওই হামলায় এখনও ১৬ জন নিখোঁজ ও ১৩ সেনা আহত থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে। সৈন্যরা বানিবাঙ্গাউ বিভাগের উত্তরাঞ্চলে টহল দেওয়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসীর অতর্কিত হামলার শিকার হয়। খবর এএফপি’র।
বিবৃতিতে আরও বলা হয়েছে, লড়াইয়ে বেশ কয়েক জন হামলাকারী নিহত হয়েছে, তবে কতজন তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।
জিহাদি বিদ্রোহের শিকার দুটি দেশ বুরকিনা ফাসো ও মালির মধ্যবর্তী নাইজারের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চল টিলাবেরিতে হামলাটি ঘটে। অঞ্চলটি ২০১৭ সাল থেকে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর বারবার হামলার সম্মুখীন হয়েছে।