শিরোনাম
সিডনি, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ (বাসস ডেস্ক): অস্ট্রেলিয়ার এক জিঙ্ক খনির মাটির নীচে একটি ইউটিলিটি ভেহিকেল (রূক্ষ মাটিতে চলাচলে সক্ষম বিশেষ ধরণের যানবাহন)-এ আটকে গেলে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে আটকে থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করতে উদ্ধারকারীরা বৃহস্পতিবার ভারী যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করেছে। মালিকরা জানান, কুইন্সল্যান্ডের ডুগাল্ড রিভার খনির মধ্যে একটি আকরিক উত্তোলন সুড়ঙ্গে এক দম্পতি তাদের হালকা ইউটিলিটি ভেহিকেল নিয়ে পড়ে গেলে, মাটির ১২৫ মিটার নীচে আটকে গিয়ে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
খনির মালিক এমএমজির মূল গ্রুপ পেরেন্টি’র এক বিবৃতি অনুসারে ড্রোন, স্ক্যানিং প্রযুক্তি ও ভিডিও চিত্র ব্যবহার করে, অনুসন্ধানকারীরা গাড়িটি খাদে শনাক্ত করেছে। উদ্ধারকারীরা গাড়িটি উদ্ধারের জন্য ভারী ভূগর্ভস্থ খনির সরঞ্জাম নিয়ে রাতভর কাজ করে। স্থানীয় গণমাধ্যম আটকে যাওয়া ব্যক্তিদের নাম ডিলান ল্যাংগ্রিজ ও ট্রেভর ডেভিস বলে জানিয়েছে । একই ঘটনায় সামান্য আঘাতপ্রাপ্ত তৃতীয় ব্যক্তিকে বুধবার উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার অর্থনীতির অন্যতম ভিত্তি হচ্ছে খনি। দেশটিতে বিশ্বের দস্তা, লিথিয়াম ও নিকেলের প্রায় ৩০ শতাংশ মজুদ রয়েছে।