শিরোনাম
ব্রাসেলস, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউরোপীয় ইউনিয়ন সোমবার সার্বিয়া ও কসোভোর জন্য একটি শান্তির পরিকল্পনা প্রকাশ করেছে। ব্রাসেলসে উত্তেজনাপূর্ণ আলোচনা কোন চূড়ান্ত অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর একটি চুক্তিতে পৌঁছার জন্য নেতাদের উপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে এই পরিকল্পনা প্রকাশ করা হয়।
ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সজান্ডার ভুসিকের সাথে পরবর্তী বৈঠক হবে মার্চ মাসে এবং পরিকল্পনাটি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হবে। খবর এএফপি’র।
কসোভো ও সার্বিয়ান নেতাদের উপস্থিতির আগে বোরেল সাংবাদিকদের বলেন, ‘আজ অগ্রগতি হয়েছে এবং আমি দলগুলোকে কাজে নিয়োজিত থাকার নির্দেশ দিয়েছি।’
তিনি বলেন, আজ যা গৃহীত হয়েছে তা বাস্তবায়নের জন্য আরও কাজ করা প্রয়োজন।
সার্বিয়া ২০০৮ সালে কসোভোর স্বাধীনতার একতরফা ঘোষণাকে স্বীকৃতি দিতে অস্বীকার করার পর আগেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই প্রদেশটিতে স্থানীয় কর্তৃপক্ষ ও সার্ব সংখ্যালঘুদের মধ্যে সংঘাত শুরু হয়।