বাসস
  ১৩ মার্চ ২০২৩, ১৪:১৯

কংগ্রেসের সমাপনী ভাষণে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ শি’র

বেইজিং, ১৩ মার্চ, ২০২৩ (বাসস ডেস্ক) : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার জাতীয় নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণে তিনি এ গুরুত্বারোপ করেন। খবর এএফপি’র।
তিনি দীর্ঘস্থায়ী রাজনৈতিক নজির ভেঙ্গে বিশ্বের জনবহুল এ দেশের নেতৃত্বে আরো পাঁচ বছরের জন্য পুনর্নিযুক্ত হওয়ায় শি গত সপ্তাহে বিভিন্ন প্রজন্মের মধ্যে চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে ওঠেন।
চীনের ‘রাবার-স্ট্যাম্প পার্লামেন্ট’ ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শি’র গুরুত্বপূর্ণ মিত্র লি কিয়াংকে নিযুক্ত করা হয়েছে।
৬৯ বছর বয়সী শি সোমবার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্যা পিপল’সে হাজার হাজার প্রতিনিধি তাকে তৃতীয় মেয়াদে ক্ষমতা দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং তিনি ‘দেশের চাহিদাকে আমার লক্ষ্য হিসেবে এবং জনগণের স্বার্থকে আমার অন্যতম মাপকাঠি হিসেবে গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।’
শি এনপিসি’র সমাপনী অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘নিরাপত্তা হলো উন্নয়নের ভিত্তি এবং স্থিতিশীলতা হলো সমৃদ্ধির পূর্বশর্ত।’
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকীরণকে এগিয়ে নিতে হবে এবং দেশের সশস্ত্র বাহিনীকে একটি ইস্পাতের দেয়াল করে গড়ে তুলতে হবে যা কার্যকরভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নকে রক্ষা করবে।’
তিনি এক সময়ের অশান্ত হংকংয়ে দৃঢ় স্থিতিশীলতা এবং স্বশাসিত তাইওয়ান দ্বীপের সাথে একত্রীকরণের আহ্বান জানান। এ দ্বীপকে বেইজিং তার নিজের ভূখ-ের অংশ হিসেবে দেখে আসছে।
তিনি আরো বলেন, ‘জনগণের আস্থাই হচ্ছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় চালিকাশক্তি এবং এটি আমার ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও বটে।’