শিরোনাম
তেগুসিগালপা, ১৫ মার্চ, ২০২৩ (বাসস ডেস্ক) : হন্ডুরাস মূল ভূ-খন্ড চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। প্রেসিডেন্ট জিওমারো কাস্ত্রো মঙ্গলবার এই কথা বলেছেন।
তবে মধ্য আমেরিকার এই দেশটি তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করবে কি-না সে সম্পর্কে কিছু বলেনি।
ক্যাস্ত্রো টুইটারে বলেছেন, তিনি চীনের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক শুরুর পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো রেইনাকে নির্দেশনা দিয়েছেন।
এদিকে এর কয়েক সপ্তাহ আগে জিওমারোর সরকার ‘পাতুকা টু’ নামের জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের জন্যে চীনের সাথে আলোচনা চলার ঘোষণা দিয়েছিল।
ফেব্রুয়ারিতে ঘোষণাকালে জিওমারো ক্যাস্ত্রো বলেছেন, এই বাঁধ বিদ্যুৎ সরবরাহকে আরো জোরদার করবে।
তবে এই ঘোষণাকালে রেইনা চীনের সাথে হন্ডুরাস কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বলে যে জল্পনা চলছিল তা অস্বীকার করেন।
উল্লেখ্য,ওয়াশিংটনের পাশে থাকা মধ্য আমেরিকার সকল দেশ দশকের পর দশক ধরে তাইওয়ানের সাথে সম্পর্ক বজায় রেখে আসছিল। কিন্তু এখন কেবলমাত্র হন্ডুরাস, গুয়েতেমালা ও বেলিজের সাথে তাইপে’র কূটনৈতিক সম্পর্ক রয়েছে।
গত এক দশক কিংবা এই সময়ে কোস্টারিকা, পানামা, এল সালভাদর ও নিকারাগুয়া তাইপে’র সাথে সংযোগ ছিন্ন করে বেইজিংয়ের সাথে সম্পর্ক স্থাপন করে।
বর্তমানে বিশে^র মাত্র ১৪টি দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে। এর মধ্যে প্যারাগুয়ে, হাইতিসহ ক্যারিবিয়ান ও প্যাসিফিকের সাতটি ছোট দেশ রয়েছে।
হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট ক্যাস্ত্রো প্রচারণাকালে বলেছিলেন, তিনি শিগগিরই মূল ভূখন্ড চীনের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবেন।