বাসস
  ২৪ মার্চ ২০২৩, ১৬:০৫

ফ্রান্সে ৪৫৭ বিক্ষোভকারী গ্রেফতার

প্যারিস, ২৪ মার্চ, ২০২৩ (বাসস ডেস্ক) : ফ্রান্সের প্র্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর  পেনশন সংস্কারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ চলাকালে বৃহস্পতিবার ৪৫৭ জনকে  গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে সংঘর্ষে  ৪৪১ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এ খবর জানিয়েছেন।  
শুক্রবার সকালে সি নিউজ চ্যানেলের সাথে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন আরও বলেন  জানুয়ারিতে শুরু হওয়া এই বিক্ষোভে সবচেয়ে হিংসাত্মক ঘটনা ঘটে বৃহস্পতিবার। এ দিনে প্যারিসের রাস্তায় ৯০৩টি আগ্নি সংযোগের ঘটনা ঘটে।