বাসস
  ২৮ মার্চ ২০২৩, ০৯:১৪

রুশদের প্রত্যাহার ছাড়া জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কোন ‘নিরাপত্তা’ নেই : জেলেনস্কি

কিয়েভ, ইউক্রেন, ২৮ মার্চ, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সফররত প্রধানকে বলেছেন, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে ইউক্রেনের পক্ষে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, জেলেনস্কি রাফায়েল গ্রোসিকে বলেন, ‘জাপোরঝিয়া পারমাণবিক প্ল্যান্ট ও সংলগ্ন এলাকা থেকে রাশিয়ার সৈন্য ও কর্মীদের অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া ছাড়া সেখানের পারমাণবিক সুরক্ষা এবং নিরপত্তা নিশ্চিত করার যেকোন উদ্যোগ ব্যর্থ হবে।’