বাসস
  ৩১ মার্চ ২০২৩, ১১:৩৩
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১২:২৮

ভারতে মন্দিরের কুপের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

ইন্দোর, ৩১ মার্চ, ২০২৩ (বাসস ডেস্ক): ভারতের ইন্দোরে মন্দিরের কুপের ঢাকনা ধসে মৃতের সংখ্যা শুক্রবার বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। সরকারি এক কর্মকর্তা এ কথা জানান।
বৃহস্পতিবার ইন্দোর নগরীর একটি মন্দিরে রাম নবমী উপলক্ষে আয়োজিত ‘হবন’ অনুষ্ঠানের সময় একটি প্রাচীন ‘বাউদি’ বা ‘কুপে’র ছাদ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পিটিআই’র।
জেলা কালেক্টর ড. ইলায়ারাজা টি সাংবাদিকদের বলেন, ‘কুপ থেকে এখন পর্যন্ত ৩৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’
‘প্যাটেল নগর’ অঞ্চলের ‘বালেশ্বর মহাদেব ঝুলেলাল’ মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রায় চার দশক আগে কূপটি তৈরি করা হয়েছিল।