শিরোনাম
পোর্ট মোর্সেবি, ৪ এপ্রিল, ২০২৩ (বাসস ডেস্ক) : পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা মঙ্গলবার বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। জরুরী কর্মীরা দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত জনগোষ্ঠীর সাথে যোগাযোগ করছে।
শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পটি সোমবার ভোরে সেপিক নদীর কাছে একটি জঙ্গল ঘেরা এলাকায় আঘাত হানে। খবর এএফপি’র।
প্রাদেশিক দুর্যোগ অফিস বলেছে এখন পর্যন্ত মোট সাতজন মারা গেছে এবং ১৭ জন আহত হয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল তিন জন।
সামারিটান এভিয়েশনের কান্ট্রি ডিরেক্টর ক্রিস কুক বলেছেন, তার মানবাধিকার গ্রুপ উল্লেখযোগ্য সংখ্যক আহতদেরকে জাহাজে করে সরিয়ে নিয়েছে।
তিনি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত এলাকার আকাশ ও স্থল জরিপ করে পূর্ব সেপিক প্রাদেশিক দুর্যোগ ত্রাণ অফিসের সাথেও ঘনিষ্ঠভাবে কাজ করছি।
স্থানীয় কর্মকর্তা এমিল কঙ্গিয়ান বলেছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে কারাওয়ারি এলাকায় ১৭৮টি বাড়ি ধ্বংস হয়েছে।
পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানলেও খুব কমই ক্ষতি হয়।
প্রধান নগর এবং শহরগুলোর বাইরে বেশিরভাগ এলাকায় জনবসতি কম এবং সেখানে ভবনগুলো কাঠের তৈরি।