বাসস
  ১৩ এপ্রিল ২০২৩, ১৬:৫৬

মার্চ মাস পর্যন্ত মার্কিন বাজেট ঘাটতি ৪৩০ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে

ওয়াশিংটন, ১৩ এপ্রিল, ২০২৩ (বাসস-ডেস্ক) : মার্কিন বাজেট ঘাটতির ব্যবধান এক বছর আগের চেয়ে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৬৬৮ বিলিয়ন থেকে বেড়ে ১.১ ট্রিলিয়ন ডলার হয়েছে। ট্রেজারি বিভাগ বুধবার এ কথা জানিয়েছে।
অর্থ মন্ত্রনালয় জানায়, অর্থবছরের শুরুর তারিখ থেকে বর্তমান তারিখের মধ্যে অর্থ প্রাাপ্তি তিন শতাংশ কমেছে যেখানে ব্যয় ১৩ শতাংশ বেড়েছে।
ব্যক্তিগত আয়করের সংগ্রহ গত বছরের একই সময়ের তুলনায় কম ছিল, যেখানে সামাজিক নিরাপত্তা ব্যয় বেড়েছে।
উচ্চতর মেডিকেয়ার এবং মেডিকেড ব্যয়ের সাথে জাতীয় প্রতিরক্ষা ব্যয়ও বেড়েছে।
ট্রেজারি কর্মকর্তারা বুধবার সাংবাদিকদের বলেছেন, এই বছরের অন্যান্য ব্যয়ের মধ্যে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের আমানত বীমা তহবিল প্রোগ্রাম ‘সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের সাথে যুক্ত’ এর অধীনে ব্যয় হয়েছে ২৯ বিলিয়ন ডলার।  
মার্চ মাসে উভয় ঋণদাতাদের নাটকীয় পতনের পর মার্কিন কর্তৃপক্ষ আমানতকারীদের তাদের অর্থের অ্যাক্সেস নিশ্চিত করতে পদক্ষেপ নেয়।
২০০৮ সালের আর্থিক সংকটের পর পর এটিই সবচেয়ে বড় আর্থিক সংকটের ঝুঁকি।