শিরোনাম
খার্তুম, ১৭ এপ্রিল, ২০২৩ (বাসস ডেস্ক) : সুদানে নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। এ যুদ্ধে আরো অনেক মানুষ আহত হয়েছে। সোমবার চিকিৎসকদের ইউনিয়ন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
চিকিৎসক ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে সংঘর্ষে বেসামরিক নাগরিকদের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। মৃতের এ সংখ্যায় সকল হতাহত অন্তর্ভূক্ত নেই বলে উল্লেখ করা হয়নি কারণ উভয় পক্ষের মধ্যে প্রচ- লড়াই চলায় অনেককে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।