বাসস
  ১৯ এপ্রিল ২০২৩, ১০:৫০

ইউক্রেনের শস্য পরিবহনে অনুমতি চুক্তিতে সম্মত ওয়ারশ ও কিয়েভ

ওয়ারশ, ১৯ এপ্রিল, ২০২৩ (বাসস ডেস্ক) : পোল্যান্ডের কৃষকদের  ব্যাপক প্রতিবাদের মুখে ওয়ারশ কৃষি পণ্য আমদানি নিষিদ্ধ করার পর ওয়ারশ ও কিয়েভ পোল্যান্ডের মধ্যদিয়ে ইউক্রেনের শস্য পরিবহনের অনুমতি দেয়ার জন্য মঙ্গলবার একটি চুক্তি করেছে। খবর এএফপি’র।
ইউক্রেনের কর্মকর্তাদের সাথে ওয়ারশ-এ আলোচনার পর কৃষিমন্ত্রী রবার্ট টেলাস বলেন, ‘আমরা এমন এক ব্যবস্থা করতে পেরেছি যে, এরফলে পোল্যান্ডে ইউক্রেন থেকে আসা এক টন শস্যও অবশিষ্ট থাকবে না। এই চুক্তির আওতায় কেবলমাত্র পোল্যান্ডের মধ্যদিয়ে ইউক্রেনের পণ্য পরিবহন করা হবে।’