বাসস
  ০৩ মে ২০২৩, ১৫:৩৫

মেক্সিকো সীমান্তে আরো সৈন্য মোতায়েন যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ৩ মে, ২০২৩(বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আরো সৈন্য মোতায়েন করছে। মঙ্গলবার পেন্টাগণ এ কথা বলেছে। 
কর্মকর্তারা আশংকা করছেন, আগামী ১১ মে কোভিড-১৯ নিষেধাজ্ঞা শেষ হলে মেক্সিকো সমীান্তে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা অনেক বেড়ে যাবে। 
এ কারনে আরো দেড় হাজার সৈন্য সেখানে পাঠানো হবে। ইতোমধ্যে সেখানে আড়াই হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।
আগামী ১১ মে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন টাইটেল ৪২ প্রত্যাহার করবেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোরতার লক্ষে টাইটেল ৪২ জারি করা হয়।
করোনার অনেক বিধিনিষেধ শিথিল ও তুলে নেয়ার কারনে এটিও প্রত্যাহার করা হচ্ছে। 
বাসস/জুনা/১৫২৫/-আসাচ