বাসস
  ০৪ মে ২০২৩, ১৫:০৮

আন্তর্জাতিক অপরাধ আদালতের নেতাদের সাথে সাক্ষাত করবেন জেলেনস্কি

কিয়েভ, ৪ মে, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার হেগ সফর করছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতৃত্বের সাথে সাক্ষাত করবেন। এ আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তার মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
যুদ্ধাপরাধের অভিযোগে মার্চ মাসে এ আদালতের রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার কথা উল্লেখ করে মুখপাত্র সের্গেই নাইকিফোরোভ এএফপি’কে বলেন, ‘আমরা দ্যা হেগে রয়েছি। আমরা আন্তর্জাতিক আদালতের নেতাদের সাথে সাক্ষাত করবো।’