বাসস
  ১৬ মে ২০২৩, ১৫:১০

রাশিয়ার ৬টি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি কিয়েভের

কিয়েভ, ইউক্রেন, ১৬ মে, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউক্রেন দাবি করেছে, তারা গতরাতে রাশিয়ার ছয়টি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ টুইটারে এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের বিমান বাহিনীর আরেকটি অবিশ^াস্য সাফল্য, গতরাতে আমাদের আকাশ রক্ষীরা রাশিয়ার ছয়টি হাইপারসনিক কিনজল ক্ষেপণাস্ত্র এবং ১২টি অন্যান্য ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
ইউক্রেন তার প্রথম কিনজাল ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার এক সপ্তাহ পর বিবৃতিটি এসেছে।