বাসস
  ২৫ মে ২০২৩, ১২:৫৯

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার রিক্রুট ১০ হাজার বন্দী নিহত : ওয়াগনার প্রধান

মস্কো, ২৫ মে, ২০২৩ (বাসস ডেস্ক): রাশিয়ান ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য নিয়োগ করা প্রায় ১০ হাজার বন্দী যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে।
বন্দীদের ইউক্রেনে ওয়াগনারের সাথে লড়াইয়ে যোগ দিতে রাজি করানোর জন্য প্রিগোজিন গত বছর রুশ কারাগারগুলো পরিদর্শন করেছিলেন। এ সময় তিনি তাদের বলেছেন, বেঁচে থাকলে তাদের ফিরে আসার পর প্রতিশ্রুত সাধারণ ক্ষমার সুযোগ পাবেন।
এই বন্দীদের ইউক্রেনে কামানের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়।
প্রিগোজিন মঙ্গলবার দিনের শেষ দিকে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘আমি ৫০ হাজার বন্দী নিয়েছিলাম যার মধ্যে প্রায় ২০ শতাংশ নিহত হয়েছে।’