শিরোনাম
ব্রাসিলিয়া, ২৭ মে, ২০২৩ (বাসস ডেস্ক) : প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা শুক্রবার ঘোষণা করেছেন, ব্রাজিলের আমাজনের প্রান্তে অবস্থিত বেলেম নগরীতে ২০২৫ সালের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ অনুষ্টিত হবে।
প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে বলেন, তিনি নিশ্চিত যে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। খবর এএফপি’র।
বার্ষিক আলোচনায় লুলা তার প্রস্তাব সম্পর্কে বলেন, তিনি ইতোমধ্যে মিশর, ফ্রান্সে কপ-৩০ সম্মেলনের পক্ষগুলোর সঙ্গে অংশ নিয়েছেন ও ব্রাজিলে কপ-৩০ অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করেছেন।
২০১৯ সালে কপ-৩০ সম্মেলন অনুষ্ঠানের জন্য ব্রাজিলকে বেছে নেওয়া হয়, তবে লুলার অতি-ডানপন্থী পূর্বসূরি, জাইর বলসোনারো নির্বাচিত হওয়ার পরপর সে প্রস্তাব প্রত্যাহার করে নেয়। জলবায়ু পরিবর্তনে অবিশ্বাসী বলসোনারোর বিরুদ্ধে তার মেয়াদে পরিবেশগত সুরক্ষা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে।
লুলা, গত জানুয়ারিতে তৃতীয় মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০৩০ সালের মধ্যে অ্যামাজনে অবৈধ বন উজাড় নির্মূল করার প্রতিশ্রুতি দেন।