বাসস
  ২৯ মে ২০২৩, ১১:৪৪

দামেস্কে ইসরাইলি হামলা

দামেস্ক, ২৯ মে, ২০২৩ (বাসস ডেস্ক) : সিরিয়ার রাজধানী দামেস্ক’র বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রোববার রাতে ‘ইসরাইলি আগ্রাসন’ চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় ‘রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায়।’
তারা আরো জানায়, ‘দামেস্কের আশপাশের নির্দিষ্ট কিছু স্থাপনা’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করে ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
এএফপি’র একজন প্রতিবেদক স্থানীয় সময় মধ্যরাতের কিছু সময় আগে সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণের শব্দ শুনতে পান।
 মার্চ মাসের পর দামেস্কে এটি ছিল প্রথম বিমান হামলার ঘটনা।
গত ২ মে সিরিয়ায় ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় সাতজন নিহত হয়।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল সিরিয়ার বিভিন্ন স্থাপনার পাশাপাশি দামেস্কের মিত্র এবং ইসরাইলের চিরশত্রু ইরান ও লেবাননের হিজবুল্লাহ বাহিনীর বিরুদ্ধে শত শত বার বিমান হামলা চালায়।
ইসরাইল খুব কমই তাদের বিমান হামলার বিষয়ে মন্তব্য করে। তবে দেশটি বলে যে, তারা তাদের দোরগোড়ায় ইরানের অবস্থান প্রতিরোধ করতে চায়।